Header Ads

Header ADS

বানী চিরন্তনী



আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি
                                               -ফিদেল ক্যাস্ট্রো



এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায়। (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)


বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে, ঠিক তেমনি পরগাছাও জন্মায়! একইভাবে,
বাংলাদেশে কতকগুলো রাজনৈতিক পরগাছা রয়েছে, যারা বাংলার মানুষের বর্তমান দুঃখ-দূর্দশার জন্য দায়ী।

- (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)
"আর সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে।ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ।মুসলমান তার ধর্মকর্ম করবে।হিন্দু তার ধর্মকর্ম করবে।বৌদ্ধ তার ধর্মকর্ম করবে।কেউ কাউকে বাধা দিতে পারবে না।কিন্তু ইসলামের নামে আর বাংলাদেশের মানুষকে লুট করে খেতে দেওয়া হবে না"-এপ্রিল ১৯৭৩;  
(জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)

আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য
ইয়াসির আরাফাত।
আওয়ামিলীগ নেতা শেখ মুজিবুর রহমানের মত তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বুছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না
---- হেনরি কিসিঞ্জার।

শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা করতে পাকিস্তানীরা সংকোচবোধ করেছে।
বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫।

বঙ্গবন্ধুর নিহত হবার সংবাদ শুনে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এতটাই দুঃখ পেয়েছিলেন যে,তিনি আক্ষেপ করে বলেছিলেন তোমরা আমার ই দেয়া ট্যাং দিয়ে আমার বন্ধু মুজিব কে হত্যা করেছ! আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি



যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।
(এ পি জে আব্দুল কালাম)

§  আমি সবসময়ই পরীক্ষার বিরোধীতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোন ভাবেই দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো তা হলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম।
-আইনস্টাইন।


§  পৃথিবীতে যত সম্পদ আছে তা আমাদের প্রয়োজনের জন্য যথেষ্ট, কিন্তু লোভের জন্য নয়।
মহাত্মা গান্ধী
§  মধ্যপ্রাচ্যজুড়ে বিদেশের সামরিক হস্তক্ষেপ বিভিন্ন অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। সন্ত্রাস বাড়িয়েছে। এসব সামরিক হস্তক্ষেপ কেবল সমস্যারই অংশ হতে পারে। তা কোনো সমাধান আনতে পারেনা।
-রামতানো লামমারা; আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
§  শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যার মাধ্যমে পৃথিবী বদলে দেয়া যায়।
-      নেলসল মেন্ডেলা
§  সমুদ্র যার নিয়ন্ত্রনে থাকবে, পৃথিবী তার নিয়ন্ত্রনে থাকবে।
§  একটি দেশ যদি দুনিয়ায় বড় শক্তি হতে চায়, তবে তাকে তার আশেপাশের জলসীমায় নিয়ন্ত্রণ কায়েম করতে হবে।
-      আলফ্রেড থায়ান মাহান।
§  মানুষ অলৌকিক কিছু খোঁজে, খোঁজে বিস্ময়, চমকের আশায় থাকে। যদিও সবচেয়ে বড় বিস্ময়, সবচেয়ে বড় অলৌকিকতা, সবচেয়ে বড় চমক আসলে খুঁজে পাওয়া যায় মানুষের হূদয়েই!
-      মোহাম্মদ আলী।
§  আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারন বের করেছি।
-      -থমাস অ্যাডিসন

§  যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়,
তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?
যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না,
কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে?
———শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
§  সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত------প্রমথ চৌধুরী
§  . শিক্ষার 'স্ট্যান্ডার্ড' মানে জ্ঞানের 'স্ট্যান্ডার্ড', মিডিয়ামের 'স্ট্যান্ডার্ড' নয়।------আবুল মনসুর আহমদ
§  .বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর, আগে নয়।------আবুল মনসুর আহমদ
§  . ‘‘এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় /দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়-/ লোক ভয়, রাজভয়, মৃত্যু ভয় আর/দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার।-------রবীন্দ্রনাথ ঠাকুর

v  আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি
-- সত্যেন্দ্রনাথ দত্ত।
v  -. বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়---- রবীন্দ্রনাথ ঠাকুর
-.
রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা---- কাজী নজরুলর ইসলাম
-
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর------ জীবনানন্দ দাশ

No comments

Powered by Blogger.