Header Ads

Header ADS

কিছু বিখ্যাত ব্যক্তির কথা , যাদের মধ্যে মানসিক অসুস্থতা বিদ্যমান ছিলো



আমাদের সমাজে যাদের মাঝে মানসিক অসুস্থতা রয়েছে , আমরা তাদের প্রায়ই বিদ্রুপের চোখে দেখি , তাদের অসহায়ত্ব নিয়ে পরিহাস করি তবে এই পৃথিবীতে এমন কিছু বিখ্যাত ব্যাক্তি জন্মেছিলেন , যাদের মধ্যে মানসিক অসুস্থতার লক্ষন ছিলো আজ সেইরকম কিছু মানুষের কথা আপনাদের সাথে শেয়ার করবো

জন ন্যাশঃ অর্থনীতিতে নোবেল প্রাপ্ত বিখ্যাত গণিতবিদ , A beautiful mind মুভির কারনে আমরা সকলেই কম বেশী তার কথা জানি জন ন্যাশ সিজোফ্রেনিয়াতে আক্রান্ত ছিলেন , এই রোগে আক্রান্ত রোগীরা অবাস্তব সব ঘটনা এবং চরিত্র পর্যবেক্ষন করে থাকে


আব্রাহাম লিঙ্কনঃ যুক্তরাস্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট , ভয়ংকর ভাবে হতাশায় ভুগতেন রাতে ঘুমাতে পারতেন না , প্রায়ই কেঁদে উঠতেন , এবং তার মধ্যে তীব্র আত্মহত্যার প্রবণতা ছিলো


ভ্যানগগঃ এই বিখ্যাত শিল্পীর কথা আমরা সবাই জানি , যে কিনা নিজের কান কেটে প্রেমিকাকে উপহার হিসেবে পাঠিয়েছিলো ভ্যান গগ মৃগী রোগী ছিলেন , অতি উচ্চমাত্রার মদ্যপও ছিলেন , মাত্র ৩৭ বছর বয়সে এই বিখ্যাত শিল্পী আত্মহত্যা করেন

ফ্রান্সের রাজা ষষ্ঠ চার্লসঃ রাজা ষষ্ঠ চার্লসকে অনেক সময় charles the mad নামেও ডাকা হতো , তিনি ১৩৮০ থেকে ১৪২২ পর্যন্ত ফ্রান্সের শাসক ছিলেন তার প্রথম জীবনে পাগলামীর কোন চিহ্ন ছিলোনা , কিন্তু রাজা হবার বছর দশেক পর থেকেই তার মধ্যে অস্বাভাবিক আচরন পরিলক্ষিত হয় যেমনঃ তিনি অধিকাংশ সময় নিজের নাম মনে রাখতে পারতেন না , স্ত্রী পুত্র সহ ঘনিষ্ঠ আত্মীয়দের চিনতে পারতেন না তার মনে ধারনা হয় যে সে কাচের তৈরী , গোসল করা ও পোশাক পরিবর্তনের ক্ষেত্রেও তার ছিলো তীব্র অনীহা


আর্নেস্ট হেমিংওয়েঃ নোবেল জয়ী সাহিত্যিক The old man and the sea , a farewell to arms সহ অনেক বিখ্যাত গ্রন্থের রচয়িতা তীব্রভাবে হতাশায় ভুগতেন এবং শেষ জীবনে আত্মহত্যা করেন যদিও তার মানসিক রোগের কারন অনেকটা জিনগত , কারন তার পরিবার এবং পূর্বপুরুষদের অনেকেই আত্মহত্যা করেছিলেন
বেটোভেনঃ বিখ্যাত কম্পোসার কথিত আছে ছোটবেলায় সে তার বাবা প্রায়ই তাকে শারীরিক ভাবে নির্যাতন করতো এর কারনে সে তার শ্রবন শক্তিও হারিয়েছিলেন সে প্রায়ই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মত আচরন করতেন , এবং তীব্র হতাশায় ভুগতেন তবে মজার ব্যাপার হলো তার সৃষ্টি কর্মের বেশীর ভাগ কাজই তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় করেছিলেন এবং তিনি নিজের তার এই মানসিক অসুস্থতার কথা বুঝতে পেরেছিলেন , এবং নিজেই সেটার চিকিৎসা করেছিলেন


আইজাক নিউটন: আধুনিক পদার্থ বিদ্যার অন্যতম পথিকৃৎ , তার মধ্যেও মানসিক রোগের অনেক লক্ষণ বিদ্যমান ছিলো , যেমনঃ সে প্রায়ই খুব উত্তেজিত হয়ে যেতেন , আবার কখনো কখনো মারাত্মক ভাবে নার্ভাস হয়ে যেতেন কেউ যদি তার মতের সাথে একমত না হতেন তবে তিনি ভীষণভাবে ক্রুদ্ধ হতেন


উইনস্টন চার্চিল: সাহিত্যে নোবেলজয়ী রাজনীতিবিদ ,২য় মহাযুদ্ধের অন্যতম মহারথী যদিও তার মধ্যে মানসিক অসুস্থতার কোন প্রকাশ্য লক্ষণ ছিলোনা , তবে তিনি ভয়ংকর রকম বিষন্নতায় ভুগতেন এবং তার মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিলো , বেটোভেনের মত তিনি নিজেই নিজের রোগ বুঝতে পেরেছিলেন এবং নিজেই নিজের চিকিৎসা করতেন অ্যালকোহলের মাধ্যমে !!

No comments

Powered by Blogger.