Header Ads

Header ADS

Ubuntu অর্থ I'm because We are আমরা আছি, তাই আমি আছি। আমরা না হলে আমি কে..?

আফ্রিকার দরিদ্রতম দেশ *বুরুন্ডির* অন্তর্গত একটি গ্রাম *পুওবান।* এতটাই মারাত্মক সে দারিদ্র, সেখানে সাত সন্তানের জননী মা একটু সবজির খোসায় নুন ছিটিয়ে মাটির বিস্কুট তৈরি করে নিজে খান, বাচ্চাদের খাওয়ান, বিক্রিও করেন! রাতে যখন গল্প বলে ভুলিয়ে বাচ্চাদের মিলেট সেদ্ধ আর সব্জি খাওয়ান; তখন ওরা কাঁদে, খেতে চায়না। মা বলেন, "কাঁদিস না বাছা, একদিন আমরা থালা ভরা খাবার খাবো। শীগগিরই..."
তো সেই গ্রামের স্কুলে একদিন রেস হবে। বিজয়ীদের পুরস্কার মেডেল নয়, ট্রফি নয়, এক ঝুড়ি খাবার -- রুটি, বিস্কুট, কেক, চকলেট, জুস, মিষ্টি। ওদের মধ্যে তো খুব উৎসাহ। পরদিন রেস শুরু হবে। জীর্ণ বস্ত্রে অর্ধনগ্ন বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে..
On your mark, ready, steady, go.. দৌড় শুরু..
কিন্তু এ কি কান্ড! ছেলেরা দৌড়তে দৌড়তে একজন পাশের জনের হাত ধরে ফেলছে! হাতে হাত ধরে দৌড়! কেউ হারেনি! সবাই জয়ী! দৌড় শেষে দুহাত তুলে সকলের নাচ।
Ubuntu Ubuntu..
রক্তচক্ষু শিক্ষকের জিজ্ঞাসু চাহনি! এমন তো কথা ছিল না। এর মানেটা কি? শিশুদের জবাব, "আমরা কেউ একা জিতলে তো এক ঝুড়ি খাবার একজনকে খেতে হবে। অন্য ক্ষুধার্ত বন্ধুদের না দিয়ে কোন আনন্দে খেতাম..?"
শিক্ষকের থোতা মুখ ভোঁতা!
*Ubuntu -- আফ্রিকার Xhosa সংস্কৃতিতে যার অর্থ, "I'm because We are" আমরা আছি, তাই আমি আছি। আমরা না হলে আমি কে..?*
'আমরা' না হলে 'আমি' কে?
লাখ কথার এক কথা এবং শেষ কথা।
কিন্তু বোঝে কে..

No comments

Powered by Blogger.