Header Ads

Header ADS

ক্লারিয়ন কল।clarion call

ক্লারিয়ন কল’ কী?
-----------------------
‘ক্লারিয়ন কল’ (clarion call) বলতে ইংরেজিতে একটি পরিভাষা আছে। রাজনীতির কোন টার্নিং পয়েন্টে কিংবা বিশেষ মুহুর্তে দেশবাসীর প্রতি একজন বড় মাপের রাজনৈতিক নেতার এমন এক আহ্বান যাতে দেশের আপামর জনসাধারণ সাড়া দেয়; ঐ বড় মাপের নেতা বা ব্যক্তির আহ্বানে যুদ্ধে বা আন্দোলনে ঝাপিয়ে পড়ে কিংবা নেতার সেই নির্দেশ বাস্তবায়নে এগিয়ে আসে; সেই কল বা আহ্বানকে ক্লারিয়ন কল বলা হয়। (A clarion call is a strong and emotional appeal to people to do something)

No comments

Powered by Blogger.