Header Ads

Header ADS

‘মিকি মাউস’-এর স্রষ্টা ২৬টি অস্কার জয়ী ওয়াল্ট ডিজনী

Walt Disney :The Man Behind The Mouse

জীবনের প্রথম ভাগে ওয়াল্ট ডিজনী (১৯০১-১৯৬৬) একজন প্যারোডি কার্টুনিস্ট ছিলেন। প্রথম দিকে কাজ পেতে তাকে খুব বেগ পেতে হত। কার্টুন নিয়ে পত্রিকা অফিসে দৌড়াদৌড়ি করতেন, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তাকে প্রত্যাখ্যাত হতে হত। এমন অনেক বার তিনি শুনেছিলেন যে তার সব আইডিয়া বস্তাপঁচা, তার সত্যিকারের কোন প্রতিভা নেই! একদিন গীর্জার এক পাদ্রী তাকে খাবারের বিনিময়ে কিছু ব্যঙ্গচিত্র আঁকার ফরমায়েশ দেন। ডিজনী তখন গীর্জার অদূরে একটা ছোট চালা ঘরে থাকতেন, তার ঘর ছিল ইঁদুরের স্বর্গরাজ্য। সেই ইঁদুরদের মধ্য থেকে ছোট্ট একটা ইঁদুরকে তার খুব ভাল লেগে যায়। এই ইঁদুরটিকে নিয়েই তিনি আঁকা শুরু করেন। আর এভাবেই তার সবচেয়ে জনপ্রিয় আর সফল চরিত্র ‘মিকি মাউস’-এর জন্ম হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, প্রতিষ্ঠা করেন ‘দ্য ওয়াল্ট ডিজনী কোম্পানী’, অ্যানিমেটেড মুভির জন্য যেটা বর্তমানে পৃথিবীর সেরা। ভাবা যায়, এক সময় ‘প্রতিভাহীন’ গালি শোনা তরুণ ডিজনী জীবন সায়াহ্নে এসে ২৬টি অস্কার (২২টি প্রতিযোগিতামূলক, ৪টি সম্মানসূচক, নমিনেশন ৫৯ বার) জেতেন! যেটা এখনো পর্যন্ত রেকর্ড এবং এটি এমন একটা রেকর্ড যেটা আদৌ কখনো ভাঙ্গার কোন সম্ভাবনা নেই।
অনুসিদ্ধান্তঃ সুযোগ জীবনে বারবার আসেনা। একবার দুয়ারে কড়া নাড়া সুযোগ হেলায় হারালে সেটা দ্বিতীয়বার আর কখনো নাও আসতে পারে। তাই প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করা খুব জরুরী।

No comments

Powered by Blogger.