Header Ads

Header ADS

পঞ্চাশ বছরের গবেষণায় চারটি বাক্য উদ্ধার।


আরব বিশ্বের অত্যন্ত জনপ্রিয় ইসলামিক স্কলার, সুবক্তা ড. শায়খ আইদ আল কারনি (হাফিযাহুল্লাহ) তার এক বক্তৃতায় বলেন, আমাকে যদি পঞ্চাশ বছরের অভিজ্ঞতালব্ধ উপদেশ করতে বলা হয় তাহলে আমি চারটি বাক্য বলব।
আরো পঞ্চাশ বছর পর যদি আবারো আমার কাছে উপদেশ চাওয়া হয় তাহলে আমি এই চারটি বাক্যই বলব।
আর তা হল
লা তাহযান
লা তাখাফ
লা তাগদাব
লা তাসখাত
ব্যাখ্যা :
লা তাহযান।
অতিত নিয়ে কখনো হতাশ হবেন না।
অতিত কে দাফন করে ফেলতে হবে চিরতরে। ডিলিট করে ফেলতে হবে মেমোরি থেকে।
লা তাখাফ।
ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেননা। তা ন্যস্ত করে দিতে হবে মালিকের উপর।
তাওয়াক্কুল করে নিতে হবে আরো সুদৃঢ়, আরো মজবুত।
লা তাগদাব।
জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত অনেক বিষয়ের সম্মুখিন হতে হবে আপনাকে, কখনো রাগ করবেন না।
লা তাসখাত।
আল্লাহর কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেননা কখনো। মাথা পেতে সন্তষ্টচিত্তে মেনে নেয়ার মধ্যেই রয়েছে সফলতা।
(Collected)

No comments

Powered by Blogger.