Header Ads

Header ADS

মাতৃগর্ভে জমজ দুই বাচ্চার কথোপকথনঃ (Twin babies conversations in the Womb)


   প্রথম শিশুঃ তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো?
দ্বিতীয় শিশুঃ হ্যাঁ।

 প্রথম শিশুঃ প্রসব পরবর্তী জীবন বলে আসলে কিছু নেই।
দ্বিতীয় শিশুঃ হতে পারে, সেখানে মাতৃগর্ভের চেয়ে আলো বেশি হবে, হতে পারে আমরা আমাদের পা দিয়ে হাঁটতে পারবো, মুখ দিয়ে খেতে পারবো। 

 প্রথম শিশুঃ এগুলো অলীক কল্পনা; আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি আসে নাড়ির মাধ্যমে।
দ্বিতীয় শিশুঃ হতে পারে, প্রসব পরবর্তী জীবনে বাঁচার জন্য আমাদের এই নাড়ির দরকার হবে না। 

প্রথম শিশুঃ প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকে থাকে, তাহলে সেই জীবন থেকে কখনো কেউ এই জীবনে ফিরে আসে না কেন?
দ্বিতীয় শিশুঃ হতে পারে সে জগতে আমাদের সাথে আমাদের মায়ের দেখা হবে; যিনি আমাদের দেখাশোনা করবেন। সেখান থেকে আর পেছনে জীবনে যাওয়ার সুযোগ থাকবে না।

 প্রথম শিশুঃ যদি মা বলে কেউ থেকে থাকেন তাহলে তিনি এখন কোথায়?
দ্বিতীয় শিশুঃ তার গর্ভেই তো আমরা আছি। 

 প্রথম শিশুঃ মা বলে কাউকে দেখিনা, অনুভব করি না; কাজেই মা বলে কেউ নেই।
দ্বিতীয় শিশুঃ মনোযোগ সহকারে খেয়াল করলে মায়ের উপস্থিতি টের পাবে।
পরে অবশ্য, উভয় শিশুই প্রকৃত সত্য জানতে পারবে। অনুরূপভাবে, পরকাল আছে কিনা তা সময়মতো সকলে জানতে পারবে। কিন্তু তখন জানলেও প্রায়শ্চিত্যের কোনো সুযোগ পাওয়া যাবে কি?  
(কাল্পনিক সংলাপ)

No comments

Powered by Blogger.