Header Ads

Header ADS

ব্যাটম্যান: তুরস্কের যে শহরটির মানচিত্র হতে পারে ব্যাট সিগন্যালের মতো

ব্যাটম্যানকে (Batman) কে না চেনে? গথাম সিটির এই জনপ্রিয় সুপার হিরোকে নিয়ে কমিক বই ছাড়াও নির্মিত হয়েছে একাধিক কার্টুন এবং ব্লকবাস্টার চলচ্চিত্র। কিন্তু আপনি কি জানেন, শুধু কাল্পনিক কমিক্সের জগতে না, এই বাস্তব জগতেও একটি শহর, একটি প্রদেশ এবং একটি নদী আছে, যাদের প্রত্যেকের নাম ব্যাটম্যান? না, এটি ব্রিটেনের গথাম সিটির আশেপাশের কোনো শহর না, বরং তুরস্কের দক্ষিণ-পূর্বে, তাইগ্রিস নদীর তীরে অবস্থিত একটি শহর, যা সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। কারণ, এই শহরের অধিবাসীরা অনলাইনে একটি পিটিশন শুরু করেছেন যে, তারা শুধু ব্যাটম্যান নাম নিয়েই সন্তুষ্ট নন। তারা চান, শহরটির সীমানা সংশোধন করে এটিকে ব্যাটম্যানের লোগোর মতো আকৃতি দেওয়া হোক!
ব্যাটম্যান শহরে প্রবেশের রোড সাইন; Image Source: Bryce Edwards / Flickr
ব্যাটম্যান শহরটির অবস্থান তুরস্কের দক্ষিণ-পূর্ব আনাতোলিয়ায়। এটি ব্যাটম্যান প্রদেশের রাজধানী। তাইগ্রিস এবং ব্যাটম্যান নদীর সংগমস্থলে, পাহাড়ি মালভূমিতে, সমুদ্র সমতল থেকে প্রায় ৫৪০ মিটার উঁচুতে অবস্থিত এ ছোট শহরটি। শহরটির অদূরেই তুরস্কের সবচেয়ে বড় তেলক্ষেত্র, বাতি রামান (Batı Raman তথা পশ্চিম রামান) তেলক্ষেত্র অবস্থিত। পঞ্চাশের দশক পর্যন্ত ব্যাটম্যান শহরটি ছিল ছোট একটি গ্রাম, স্থানীয় কুর্দিদের কাছে পরিচিতি ছিল ইলাহ (Iluh) নামে। কিন্তু চল্লিশের দশকে বাতি রামান তেলক্ষেত্র আবিষ্কৃত হওয়ার পর শহরটির ভাগ্য পরিবর্তিত হতে শুরু করে। ১৯৫৭ সালে গ্রামটিকে শহরের মর্যাদা দেওয়া হয় এবং নিকটবর্তী ব্যাটম্যান নদীর নামানুসারে এর নতুন নামকরণ করা হয় ব্যাটম্যান।
ব্যাটম্যান নদীটি মূলত তাইগ্রিসের একটি শাখা নদী। এটি তুলনামূলকভাবে বেশ ছোট একটি নদী। এর সর্বোচ্চ প্রস্থ ১০০ মিটার এবং সর্বনিম্ন ৫০ মিটার। তবে ছোট হলেও এবং অধিকাংশ মানচিত্রে স্থান না পেলেও স্থানীয়ভাবে এটি বেশ গুরুত্বপূর্ণ। নদীটি ব্যাটম্যান প্রদেশ এবং পার্শ্ববর্তী দিয়ারবাকির প্রদেশের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করে দিয়েছে। এছাড়াও ব্যাটম্যান নদীটির কারণে সৃষ্ট বন্যা ব্যাটম্যান শহরটির ভূ-প্রকৃতিগত চরিত্র নির্ধারণ করে দিয়েছে। বন্যা রোধের জন্য শহরটিতে একটি বাঁধ নির্মিত হয়েছে। বাঁধটির নামও নদীর নামানুসারে রাখা হয়েছে, ব্যাটম্যান বাঁধ।
মানচিত্রে ব্যাটম্যান শহরের আকার; Image Source: Google Maps
কিন্তু প্রশ্ন হচ্ছে, যে নদীর নাম থেকে এই এলাকার সবকিছুর নামকরণ করা হয়েছে, সেই নদীটির নামই বা ব্যাটম্যান কেন? প্রাচীনকাল থেকে ব্যাটম্যান নদীটি স্থানীয় সিরিয়াক (Syriac) জাতির কাছে পরিচিত ছিল কালাত (Kalat) নামে, যার অর্থ নববধূ। পরবর্তীতে গ্রিকরা এই নববধূ নামটিই গ্রহণ করে এবং তাদের ভাষায় এর অনুবাদ করে নিমফাইওস (Nymphios)। দীর্ঘদিন পর্যন্ত বহির্বিশ্বের কাছে নদীটি এ নামেই পরিচিত ছিল। তবে স্থানীয় আরবরা অবশ্য নদীটিকে সাতিদামা (Satidama) তথা রক্তাক্ত নামে অভিহিত করতো। ষষ্ঠ শতকে নদীটি যখন রোমের বাইজেন্টাইন এবং পারস্যের সাসানীয় সাম্রাজ্যের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত ছিল, সে সময় সংঘটিত একাধিক রক্তক্ষয়ী যুদ্ধের কারণেই আরবরা নদীটির এ নামকরণ করেছিল।
নিমফাইওস কিংবা সাতিদামা নামের পরিবর্তে ব্যাটম্যান নামটির প্রচলন শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে। নামটির উৎপত্তি নিয়ে অবশ্য বিতর্ক আছে। কেউ কেউ মনে করেন, এটি নিকটবর্তী বাতি রামান পর্বতের  নামের সংক্ষিপ্ত রূপ, যে পর্বতের নামানুসারে পরবর্তীতে ঐ অঞ্চলে অবস্থিত তুরস্কের বৃহত্তম তেলক্ষেত্রটির নামকরণ করা হয়েছে। আবার অনেকে মনে করেন, ব্যাটম্যান শব্দটি মূলত অটোমান শাসনামলে তুরস্কে ব্যবহৃত ওজনের এককের নাম থেকে এসেছে। ঐ একক অনুযায়ী, ১ ব্যাটম্যান সমান প্রায় ৭.৭ কেজি বা ১৭ পাউন্ড। বাতি রামান থেকে উদ্ভূত নামের ধারণাটিই অধিকতর গ্রহণযোগ্য
ব্যাটম্যান শহরের প্রস্তাবিত আকার; Image Source: Changes
তুরস্কের ব্যাটম্যানই কিন্তু বিশ্বের একমাত্র স্থান না, যার নাম ডিসি কমিক্সের ব্রুস ওয়েইনের নামের অনুরূপ। এর বাইরেও ইরানের কেরমানশাহ প্রদেশের ক্ষুদ্র একটি শহর আছে, যার নামও ব্যাটম্যান। এবং তুরস্কের সীমান্তের নিকটবর্তী হওয়ায় এই ব্যাটম্যান শহরটি তুরস্কের ব্যাটম্যান শহর থেকে খুব বেশি দূরেও না। এছাড়াও অস্ট্রেলিয়ার মেলবোর্ণে একটি শহর এবং একটি ট্রেন স্টেশন আছে, যেগুলোর নাম ব্যাটম্যান। এই নামটি এসেছে মূলত শহরটির প্রতিষ্ঠাতাদের একজন, জন ব্যাটম্যানের নামানুসারে। তবে ইরান এবং অস্ট্রেলিয়ার ব্যাটম্যান কমিক বইয়ের ব্যাটম্যানের মতোই নিজেদের প্রকৃত পরিচয় বেশি ঢাকঢোল পিটিয়ে প্রচার করেনি। ব্যতিক্রম কেবল তুরস্কের ব্যাটম্যান। এবারের আগেও আরও একবার সংবাদের শিরোনাম হয়েছিল শহরটি।
Advertisement
তুরস্কের ব্যাটম্যান শহরটি প্রথম আলোচনায় আছে ২০০৮ সালে, যখন এর মেয়র হুসেইন কালকান সে বছর মুক্তিপ্রাপ্ত ব্যাটম্যানের উপর নির্মিত চলচ্চিত্র দ্যা ডার্ক নাইটের (The Dark Knight) বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন। তিনি দাবি করেন, বিশ্বে কেবলমাত্র একটিই ব্যাটম্যান আছে, আর তা হলো তুরস্কের ব্যাটম্যান। এবং দ্য ডার্ক নাইটের নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্নার্স ব্রাদার্স  ও পরিচালক ক্রিস্টোফার নোলান তার অনুমতি ছাড়া এ নাম তাদের চলচ্চিত্রে ব্যবহার করে আইন ভঙ্গ করেছেন। তার আশা ছিল, মামলায় জয় লাভ করলে তিনি হয়তো বিপুল পরিমাণ অঙ্কের ক্ষতিপূরণ পাবেন।
ব্যাটম্যান এবং পেছনে ব্যাট সিগন্যাল; Image Source: AP
হুসেইন কালকান আরো অভিযোগ করেন, তার শহরে সে সময়ে অসামাধান যোগ্য অপরাধের পরিমাণ যে অতিরিক্ত বেড়ে গিয়েছিল, তার পেছনেও এলাকার অধিবাসীদের মনস্তত্ত্বের  উপর ডার্ক নাইট চলচ্চিত্রটির প্রভাব কাজ করেছিল। এছাড়াও ব্যাটম্যান শহরের অধিবাসীদেরও একটি অভিযোগ ছিল যে, তারা যুক্তরাষ্ট্রে তাদের শহরের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গিয়ে আইনী বাধার সম্মুখীন হয়েছিল। শেষপর্যন্ত অবশ্য মামলাটি আদালত পর্যন্ত গড়ায়নি। গড়ালেও অবশ্য খুব বেশি লাভ হতো না। কারণ দ্য ডার্ক নাইট চলচ্চিত্রটি নতুন হলেও ডিসি কমিক্সের ব্যাটম্যান চরিত্রটি সৃষ্টি হয়েছিল শহরটির ব্যাটম্যান নামকরণেরও আরো দুই দশক আগে।
সম্প্রতি ব্যাটম্যান শহরটির নাম আবারও আলোচনায় উঠে আসে, যখন শহরটির অধিবাসী কামাল আতাকান কিরসা (Kemal Atakan Kırca) অনলাইন পিটিশন সাইট চেঞ্জ-এ একটি পিটিশন ‌করেন। এই পিটিশনে তিনি শহরটির গভর্নরের প্রতি আহ্বান জানান, শহরটির সীমানা পরিবর্তন করে একে ব্যাট সিগন্যালের রূপ দেওয়ার জন্য। তিনি বলেন, “ব্যাটম্যানের কিছু পরিবর্তন প্রয়োজন। আমরা সীমানা দিয়ে শুরু করতে পারি। সীমানা পরিবর্তন করার মাধ্যমে আমরা একে আরো বাস্তবসম্মত করে তুলতে পারি।”
ব্যাটম্যান প্রদেশের হাসানকেইফ শহরের একটি দৃশ্য; Image Source: NORTHERN IMAGERY / Shutterstock
কামালের শুরু করা পিটিশনটিতে এখন পর্যন্ত ২৩ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। অনেকে অবশ্য শুধু সীমানা পরিবর্তনেই সন্তুষ্ট না, তারা শহরটির নাম পরিবর্তন করে ‘গথাম টু’ করারও প্রস্তাব দিয়েছেন। দাবিগুলো অবশ্য বাস্তবায়িত হওয়ার তেমন কোনো সম্ভাবনাই নেই। অনলাইন পিটিশনগুলোকে বিশ্বের কোথাও খুব একটা গুরুত্বের সাথে বিবেচনা করা হয় না। এছাড়াও কোনো এলাকার গভর্নর চাইলেও নিজে নিজে সীমানা পরিবর্তন করতে পারেন না। অধিকাংশ ক্ষেত্রেই প্রক্রিয়াটি দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক মহল থেকে অনুমতি পেতে হয়।   
তবে দাবি বাস্তবায়িত না হলেও মোটের উপর ব্যাটম্যানবাসীর কোনো ক্ষতি নেই। বরং এই পিটিশন এবং এ উপলক্ষ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদটির প্রচার পর্যটকদেরকে শহরটির প্রতি নতুন করে আকৃষ্ট করে তুলবে। মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে বিপুল পরিমাণ পর্যটক প্রতি বছর তুরস্ক ভ্রমণে যায়। শুধুমাত্র এ বছরের জানুয়ারি মাসেই এ সংখ্যা ছিল ১.৫ মিলিয়নের চেয়ে বেশি। সাধারণত অধিকাংশ পর্যটক বড় শহরগুলোতে এবং পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহরগুলোতে বেড়াতে যান। কিন্তু ব্যাটম্যানকে নিয়ে নতুন করে আলোচনার পর হয়তো তাদের একটি অংশ এখানেও বেড়াতে যেতে পারেন।

No comments

Powered by Blogger.