Header Ads

Header ADS

"প্যালিনড্রোম"/ palindrome

"প্যালিনড্রোম"/ palindrome
==========================================
আজকের তারিখ টি লক্ষ্য করুন।
সোজাভাবে: ৮ ১০ ২০১৮
উল্টোভাবে সাজালে: ৮ ১০ ২০১৮
আর এইটাকে বলা হয় "প্যালিনড্রোম"।অর্থাৎ কোন কিছু যে পাশ হতেই পড়া হোকনা কেন তা একই রকম হবে।(ডান হতে বামে কিংবা বাম হতে ডানে যেভাবেই অক্ষর সাজানো হোকনা কেন শব্দটি একই হবে)
a word, phrase, or sequence that reads the same backwards as forwards, e.g. madam or nurses run.
বাংলা ভাষায় এইরকম কতগুলু প্যালিনড্রোমের উদাহরণ হল-
১.নিধুরাম রাধুনি
২.সুবললাল বসু
৩.রমাকান্ত কামার
৪.সীমার মাসী
৫.বল খেলব
৬.মীমার মামী
৭.বই চাইব
৮.ঘুরবে রঘু।
বাংলা ভাষায় সবচেয়ে বড় প্যালিনড্রোম বাক্য হল-
১.চেনা সে ছেলে বলেছে সে নাচে।
২.মার কথা থাক রমা
৩.খা সমস্ত রুটি রুস্তম সখা
৪.না বললে লব না
৫.কীর্তন মঞ্চ পড়ে পঞ্চম নর্তকী।

ইংরেজিতে প্যালিনোড্রোমিক শব্দের সংখ্যা ভুরি-ভুরি- EYE, DEED, CIVIC, NUN, MOM, DAD, LEVEL, KAYAK, NOON, "A man, a plan, a canal, Panama!",
"Was it a car or a cat I saw?"
or "No 'x' in Nixon".
Composing literature in palindromes is an example of constrained writing.
প্যালিনড্রোমের ইতিহাস ইংরেজি প্যালিনড্রোম (Palindrome) শব্দের উৎপত্তি দুটো গ্রিক শব্দ ‘প্যালিন’ (Palin)এবং ‘ড্রোমোস’ (Dromos) থেকে। The word "palindrome" was coined by the English playwright Ben Jonson (বেন জনসন) in the 17th century from the Greek roots palin (πάλιν; "again") and dromos (δρóμος; "way, direction").
আশ্চর্যের বিষয় হল পৃথিবীর প্রথম শব্দই ছিল প্যালিনড্রোম!!খ্রিষ্টান ধর্মমতে, আদম প্রথমে ইভকে দেখে নিজ হতে পরিচয় করে দিয়ে বলেছিল- Madam, 'i'm ADAM.
আর নেপোলিয়ান বোনাপার্টের একটা বিখ্যাত উক্তি আছে, Able was I ere I saw Elba। এ দুটো বাক্য পেছন থেকে পড়ে দেখো, একই হবে। এটাই হল প্যালিনড্রোম।


অধিক জানতে-
লিংক-১- প্যালিনড্রোমের খোঁজে
লিংক-২
 

No comments

Powered by Blogger.