দেবী রুকমিনী। devi Rukmini
দেবী রুকমিনী বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা। ভগবান শ্রী কৃষ্ণের স্ত্রী। শ্রী কৃষ্ণের মোট ১৬১০৮ জন স্ত্রী ছিলেন। রুকমিনী প্রথম স্ত্রী। স্ত্রীদের প্রত্যেককে দেবী লক্ষ্মীর অবতার মনে করা হয়।
হিন্দুদের অতি পবিত্র তীর্থ দ্বারকা। হিন্দুশাস্ত্রে দ্বারকাকে কৃষ্ণের রাজধানী বলা হয়েছে। মনে করা হয়, এটিই ছিল গুজরাটের প্রথম রাজধানী। বর্তমান গুজরাটে এটি একটি জেলা। সেখানকার একটি মন্দির দেবী রুকমিনীর নামে। যেখানে তিনি পূজিত হোন। ভারতের আর কোথাও (সম্ভবত) রুকমিনী দেবীর পূজার প্রচলন খুব একটা নেই।
হিন্দু শাস্ত্রে যে দেবতা বা দেবীর বেশী ক্ষমতা তিনি বেশী পূজা পান।