Header Ads

Header ADS

রিটেন Quote Collection





বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:

আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি। ফিদেল ক্যাস্ট্রো



এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায়।

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান



বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে, ঠিক তেমনি পরগাছাও জন্মায়! একইভাবে, বাংলাদেশে কতকগুলো রাজনৈতিক পরগাছা রয়েছে, যারা বাংলার মানুষের বর্তমান দুঃখ-দূর্দশার জন্য দায়ী।

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান



"আর সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে।ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ।মুসলমান তার ধর্মকর্ম করবে।হিন্দু তার ধর্মকর্ম করবে।বৌদ্ধ তার ধর্মকর্ম করবে।কেউ কাউকে বাধা দিতে পারবে না।কিন্তু ইসলামের নামে আর বাংলাদেশের মানুষকে লুট করে খেতে দেওয়া হবে না"-এপ্রিল ১৯৭৩; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান



আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য
ইয়াসির আরাফাত।


আওয়ামিলীগ নেতা শেখ মুজিবুর রহমানের মত তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বুছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না
---- হেনরি কিসিঞ্জার।


শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা করতে পাকিস্তানীরা সংকোচবোধ করেছে। (বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫।)



বঙ্গবন্ধুর নিহত হবার সংবাদ শুনে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এতটাই দুঃখ পেয়েছিলেন যে,তিনি আক্ষেপ করে বলেছিলেন- তোমরা আমার ই দেয়া ট্যাং দিয়ে আমার বন্ধু মুজিব কে হত্যা করেছ! আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি। 



দেশ, স্বাধীনতা 

 তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপালে ভাঙলো, সিথির সিদুঁর মুছে গেল হরিদাসীর- শামসুর রাহমান। 



আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।- শামসুর রাহমান।



যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।

এ পি জে আব্দুল কালাম 



‘‘এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় /দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়-/ লোক ভয়, রাজভয়, মৃত্যু ভয় আর/দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার। 

-রবীন্দ্রনাথ ঠাকুর

আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি -- সত্যেন্দ্রনাথ দত্ত।

রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা 

-কাজী নজরুলর ইসলাম

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর

------ জীবনানন্দ দাশ

রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা

-জীবনানন্দ দাশ

Climate change means the unnatural changes of climate which can bring disadvantages for mankind and for nature.

-Wikipedia

Man argue, Nature acts.

-Voltaire

Ask not what your country can do for you, ask what you can do for your country.

-      Jogn F Kennedy

If blood is the price of independence, then Bangladesh has paid the highest price in History.

-      London Times (1971)

There is no tool for development more effective than the empowerment of women.

-Kofi Anan



Constitution/সংবিধান:

A Constitution is the way of life, the country has chosen for itself.

-Aristotle

সংবিধান হলো রাষ্ট্রের জীবনপদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নেয়।

Constitution is the collection of fundamental rules by which the power of the government, rights of the governed and the relation between the two are adjusted.

-C.F.Strong

সংবিধান হলো এমন কতগুলো নিয়মের সমষ্টি যা শাসকের ক্ষমতা ও শাসিতের অধিকার এবং উভয়ের মধ্যে সম্পর্ক সামঞ্জস্য বিধান করে।





ক্ষমতা, রাজনীতিঃ

পৃথিবীতে যত সম্পদ আছে তা আমাদের প্রয়োজনের জন্য যথেষ্ট, কিন্তু লোভের জন্য নয়।

(মহাত্মা গান্ধী)

 মধ্যপ্রাচ্যজুড়ে বিদেশের সামরিক হস্তক্ষেপ বিভিন্ন অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। সন্ত্রাস বাড়িয়েছে। এসব সামরিক হস্তক্ষেপ কেবল সমস্যারই অংশ হতে পারে। তা কোনো সমাধান আনতে পারেনা।

(-রামতানো লামমারা; আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী) 

সমুদ্র যার নিয়ন্ত্রনে থাকবে, পৃথিবী তার নিয়ন্ত্রনে থাকবে।

একটি দেশ যদি দুনিয়ায় বড় শক্তি হতে চায়, তবে তাকে তার আশেপাশের জলসীমায় নিয়ন্ত্রণ কায়েম করতে হবে।  

-আলফ্রেড থায়ান মাহান। 



অধ্যবসায়ঃ

মানুষ অলৌকিক কিছু খোঁজে, খোঁজে বিস্ময়, চমকের আশায় থাকে। যদিও সবচেয়ে বড় বিস্ময়, সবচেয়ে বড় অলৌকিকতা, সবচেয়ে বড় চমক আসলে খুঁজে পাওয়া যায় মানুষের হূদয়েই!- মোহাম্মদ আলী। 

আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারন বের করেছি।

      -থমাস অ্যাডিসন

যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়,তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?

যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে?

শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

 শিক্ষাঃ

শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যার মাধ্যমে পৃথিবী বদলে দেয়া যায়।

- নেলসল মেন্ডেলা 

  সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

-প্রমথ চৌধুরী

শিক্ষার 'স্ট্যান্ডার্ড' মানে জ্ঞানের 'স্ট্যান্ডার্ড', মিডিয়ামের 'স্ট্যান্ডার্ড' নয়।------আবুল মনসুর আহমদ 

বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর, আগে নয়।

-আবুল মনসুর আহমদ



আমি সবসময়ই পরীক্ষার বিরোধীতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোন ভাবেই দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো তা হলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম।

(-আইনস্টাইন।)

বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়
---- রবীন্দ্রনাথ ঠাকুর 

Environment:

“Earth provides enough to satisfy every man's needs, but not every man's greed.”

― Mahatma Gandhi



“A nation that destroys its soils destroys itself. Forests are the lungs of our land, purifying the air and giving fresh strength to our people. ”

― Franklin D. Roosevelt



“It is horrifying that we have to fight our own government to save the environment.”

― Ansel Adams



“If we do not permit the earth to produce beauty and joy, it will in the end not produce food, either.”

-Joseph Wood Krutch



“Modern technology Owes ecology An apology.”

-Alan M. Eddison



“The human race will be the cancer of our planet.”

- Joseph Wood


Power:

Power is of two kinds. One is obtained by the fear of punishment and the other by acts of love. Power based on love is a thousand times more effective and permanent then the one derived from fear of punishment.

-Mahatma Gandhi



Power tends to corrupt and absolute power corrupts absolutely.

-Lord Acton



When the whole world is silent, even one voice becomes powerful.

-Malala Yousafzai

The greater the power, the more dangerous the abuse.

-Edmund Burke



The purpose of getting power is to be able to give it away.

-Aneurin Bevan



Power is always dangerous. Power attracts the worst and corrupts the best. .

-Edward Abbey 

Economy:

“The best way to boost the economy is to redistribute wealth downward, as poorer people tend to spend a higher proportion of their income.”

― Ha-Joon Chang



In the post-industrial economy, ideas and great minds often provide far greater return on investment than any other resources or capital investments.

-Marvin Ammori



A weak currency is the sign of a weak economy, and a weak economy leads to a weak nation.

-Ross Perot


Terrorism

“Everyone’s worried about stopping terrorism. Well, there’s really an easy way: Stop participating in it.”

― Noam Chomsky



“What separates us from the animals, what separates us from the chaos, is our ability to mourn people we’ve never met.”

― David Levithan



Human rights are not only violated by terrorism, repression or assassination, but also by unfair economic structures that creates huge inequalities.

-Pope Francis



Terrorism is a psychological warfare. Terrorists try to manipulate us and change our behavior by creating fear, uncertainty, and division in society.

-Patrick J. Kennedy



Terrorism has no nationality or religion.

-Vladimir Putin



Terrorism will spill over if you don't speak up.

-Malala Yousafzai



Nothing, nothing justifies terrorism.

-Mahmoud Darwish



Terrorism should be seen in the light of the country's security and not from the narrow perspective of caste, creed and religion.

-Oscar Fernandes


World Politics:

A vibrant civil society can challenge those in power by documenting corruption or uncovering activities like the murder of political enemies. In democracies, this function is mostly performed by the media, NGOs or opposition parties.

-Evgeny Morozov



The ballot is stronger than the bullet.

-Abraham Lincoln



War has rules, mud wrestling has rules - politics has no rules.

-Ross Perot

Man is by nature a political animal.

-Aristotle

If you are going to sin, sin against God, not the bureaucracy. God will forgive you but the bureaucracy won't.

-Hyman Rickover



“The smallest minority on earth is the individual. Those who deny individual rights cannot claim to be defenders of minorities.”

― Ayn Rand


Media:

“Manipulating the media is akin to poisoning a nation’s water supply – it affects all of our lives in unimaginable ways.”

― Lance Morcan



“It’s becoming obvious to most that mainstream media is nothing but a megaphone for the global elite to present biased news that’s designed to align the masses with their agenda.”

― James Morcan



The "Western media" is the head of a talking snake.

"Media manipulation in the U.S. today is more efficient than it was in Nazi Germany, because here we have the pretense that we are getting all the information we want. That misconception prevents people from even looking for the truth."

- Mark Crispin Miller



"Whoever controls the media, controls the mind."

-Jim Morrison

Inspirational Quotes:


The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart.

---Helen Keller



The best preparation for tomorrow is doing your best today.

--H. Jackson Brown, Jr.



I can't change the direction of the wind, but I can adjust my sails to always reach my destination.

-Jimmy Dean

It is during our darkest moments that we must focus to see the light.

--Aristotle 

My mission in life is not merely to survive, but to thrive; and to do so with some passion, some compassion, some humor, and some style.

--Maya Angelou



Start where you are. Use what you have. Do what you can.

--Arthur Ashe



If you can dream it, you can do it.

--Walt Disney

Man born free but everywhere is chain.

-Russue  

A thing of beauty is joy forever.

-John Keats

No comments

Powered by Blogger.